আমুদরিয়া নিউজ : দিল্লি পুলিশের এক মহিলা কর্মীকে শনিবার ভোরে কুপিযে খুন করেছিল তিন দুষ্কৃতী। ওই তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহলদারি মহিলা পুলিশকর্মী তাদের বাইক আটকান। অভিয়োগ, তখনই তারা ধারাল অস্ত্র দিয়ে মহিলা পুলিশকর্মীকে কোপান। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ সিসিটিভি দেখে শনিবারই দুজনকে গ্রেফতার করে। তৃতীয় জন মানে প্রধান অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে একটি ডেরা হানা দিয়ে ঘিরে ফেলে।
পুলিশ জানায়, সে ভেতর থেকে গুলি চালাতে শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম রাঘব ওরফে রকি।