আমুদরিয়া নিউজঃ আজ মহা অষ্টমী। তবে পুজোর তিথি ও ভিন্ন শাস্ত্র মতে অষ্টমীর অঞ্জলি দেওয়া নিয়ে কিছুটা অসুবিধা রয়েছে। সব কিছু উপেক্ষা করে এদিন ভোর বেলায় কোচবিহারের পুজো মন্ডপ গুলিতে অঞ্জলি দিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি চলল সেলফি তোলা ও গল্প- আড্ডা।
