আমুদরিয়া নিউজ : ডুয়ার্সের বানারহাটের একটি চা বাগান থেকে উদ্ধার হয়েছে হস্তিশাবকের গলিত দেহ। শনিবার চা পাতা তোলার সময়ে শ্রমিকরা কটূ গন্ধ পেয়ে কৌতুহলী হন।
পরে দেখা যায়, বাগানের একটি জায়গায় দেহটি পড়ে আছে। সন্ধেয় দেহটি পুড়িয়ে দেওয়া হয়। বন দফতর তদন্তে নেমেছে।