আমুদরিয়া নিউজ : ক্যামেরাবন্দি হল অবাক করা এক বিজনেস। এক তরুণ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর সামনে হঠাতই এক জটাজুটধারী বাবা এসে পড়েন। পয়সা চান। তরুণ পয়সা দিতে না চাইলে ওই বাবা ছুড়ে মারেন মাটির ডেলা। ডেলা এসে তরুণের গায়ে লাগতেই তরুণ অজ্ঞান হয়ে যান। এরপর ওই বাবা রাস্তার বাকি লোকদের কাছে টাকা চান। সকলে ভয়ে তাঁকে টাকা দিতে শুরু করে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
