আমুদরিয়া নিউজ : দেশের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির প্রধান এবং বিজেপি সংসদ সদস্য ও সংসদীয় কমিটির প্রধান নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারতের সদ্যসমাপ্ত লোকসভা ভোট সম্পর্কে মিথ্যা কথা বলেছেন মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ। নিশিকান্ত দুবের দাবি, সে জন্য মেটাকে ভারতের মানুষের কাছে ও সংসদের কাছে ক্ষমা চাইতে হবে। কিছুদিন আগে এক পডকাস্টে ভারতের ভোট জুকারবার্গ বলেছিলেন, ২০২৪ সালে ভারত এবং অনেক দেশে নির্বাচন হয়েছে। সে সব ভোটে ক্ষমতাসীন দলগুলো পরাজিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর পরে কেন হার সেই যুক্তি দিতে গিয়ে মেটার কর্ণধার দাবি করেন, কোভিডের পরের সময়ে সরকারের দেওয়া তথ্যের প্রতি মানুষের আস্থা কমেছে বলে মনে হচ্ছে। তিনি এটাও যুক্তি দেন,, কোভিড ১৯ রুখতে নীতি, মুদ্রাস্ফীতি বা অন্যান্য অর্থনৈতিক কারণে মানুষ সংশ্লিষ্ট দেশের ক্ষমতাসীনদের উপর থেকে আস্থা হারিয়েছে। তাতেই ২০২৪ সালের ভোটে অনেক দেশে ক্ষমতাসীন দলগুলো হেরেছে।
এই প্রেক্ষাপটে নিশিকান্ত দুবে বলেছেন,, ভারতে এনডিএ ফের ক্ষমতাসীন হয়েছে। সেটা সবাই জানেন। তার পরেও মেটা ভুল তথ্য ছড়াচ্ছে। সে জন্য মেটাকে তলব করব। এই ধরনের ভুল তথ্য বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। এ হেন মন্তব্যের জন্য ভারতের সংসদ এবং ভারতবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বলে তিনি জানিয়ে দেন।