আমুদরিয়া নিউজঃ নিজের বিধানসভা কেন্দ্রের প্রায় সমস্ত বুথে পায়ে হেঁটে জন সংযোগ করার কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছেন। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সেই কর্মসূচিতে ফের দেখা গেল কোচবিহারের দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এদিন তিনি দিনহাটা ২ নং ব্লকের গোবরা ছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা অঞ্চলে যান। সেখানে পায়ে হেঁটে ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বিশেষ করে গ্রামের মানুষের বিভিন্ন সমস্যার কথা জানতে চান। এলাকার বিধায়ককে সামনে পেয়ে গ্রামের মহিলা থেকে শুরু অনেক মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন। গ্রামের মানুষের সেই সব সমস্যা গুরুত্ব সহকারে শোনেন মন্ত্রী। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন মন্ত্রী উদয়ন গুহ। তাই জনসংযোগের মাধ্যমে নিজের কেন্দ্রে মানুষের কাছে পৌঁছে বার্তা দিতে চাইছেন যে, জন সাধারণের সমস্যা শোনার জন্য তিনি আছেন।
এদিন মন্ত্রী উদয়ন গুহ জানান, তিনি মানুষের কাছে যাচ্ছেন। তাদের সমস্যার কথা শুনছেন। সব সমস্যা রাতারাতি সমাধান হয়ে যাবে এমনটা নয়। মানুষ এটা জানবে যে, তাদের সমস্যার কথা শোনার মতো লোক আছে। তবে আন্তরিক ভাবে চেষ্টা করা হবে ওই সব সমস্যা সমাধানের। এদিন মন্ত্রীর সঙ্গে এই জন সংযোগ কর্মসূচিতে হাঁটেন ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য ও সম্পাদক আজিজার রহমান এবং ওই অঞ্চলের আরও অনেক নেতা কর্মীরা।