আমুদরিয়া নিউজ : এবার দলের নেতাদের পাশে দাঁড়িয়ে দিনহাটা হাসপাতালের চিকিৎসকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই সাথে ওই হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে জানালেন গুরুতর অভিযোগ। দিনহাটা হাসপাতালে গিয়ে নানা অভিযোগের ভিত্তিতে ডাক্তারদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের হুশিয়ার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে তাঁর কি মত সেই সম্পর্কে মন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্ত্রী দলীয় নেতাদের পাশে দাঁড়ান এবং মানুষের সুবিধা-অসুবিধা দেখা তাদের কর্তব্য বলে জানান। তিনি অভিযোগ করেন, দিনহাটা হাসপাতালে অনেক ভালো পরিকাঠামো থাকা সত্বেও সেখানকার চিকিৎসকরা মোটা অঙ্কের টাকা কামানোর স্বার্থে তাদের বিভিন্ন বেসরকারি নার্সিং হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করান।
তিনি আরও অভিযোগ করেন যে, হাসপাতালের বহির্বিভাগে ডাক্তাররা সময় মতো আসেন না। শয়ে শয়ে রোগী দাঁড়িয়ে থাকে, আর ডাক্তাররা তাদের চেম্বারে রোগী দেখা শেষ করে ইচ্ছে মতো আসেন। কখনও ১১-১২টা বেজে যায় ডাক্তারের দেখা পাওয়া যায় না। হাসপাতালের সুপারকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন মন্ত্রী উদয়ন গুহ।