সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২০ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলি সহ কয়েকটি রাইসমিল পরিদর্শন করেন। মন্ত্রী সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে যান এবং ধান ক্রয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন। ধানের গুনমান খতিয়ে দেখেন। ধান ক্রয় কেন্দ্রের কর্মী ও কৃষকদের সাথে কথা বলে জানতে চান ধান কেনা বা বিক্রি কিরতে কোনো সমস্যা হচ্ছে কিনা। কথা বলেন প্রকল্প আধিকারিক সহ জেলা আধিকারিকদের সাথে।
এরপর তিনি এলাকার কয়েকটি রাইস মিলে যান ও মিল মালিকদের সাথে কথা বলে তাদের সমস্যার বিষয়ে জানতে চান। মন্ত্রী পরিদর্শন শেষে জানান ধান ক্রয় কেন্দ্র গুলির সার্বিক ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট।