আমুদরিয়া নিউজ : একটি হোটেলের ওয়েটার একটি টেবিলে বসে থাকা এক ভদ্রলোককে খাবার এনে দিল। ভদ্রলোক ওয়েটারকে কিছু টাকা টিপ দিতে পকেটে থেকে টাকা বার করলেন। কিন্তু তিনি টাকা তাঁর হাতে না দিয়ে ছুড়ে ফেললেন মাটিতে। ওয়েটারকে বললেন, টাকাগুলো উঠিয়ে নিতে। ওয়েটার টাকা তুলতেই যাচ্ছিল পেছন থেকে এসে হাজর হল হোটেলের মালিক। তিনি ওয়েটারকে টাকাগুলো তুলতে বারণ করে ভদ্রলোককে নিজেই টাকাগুলো তুলতে বলেন। ভদ্রলোক তাতে মোটেই খুশি নন। তিনি বলেন, টাকা না তুললে তিনি বেরিয়ে যাবেন। মালিক তখন ওয়েটারকে খাবার ফিরিয়ে নিয়ে যেতে বলেন। ভদ্রলোক টাকা গুলো কুড়িয়ে বেরিয়ে যান হোটেল থেকে। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, ক্রেতারা সব সময় ঠিক হন না।
