আমুদরিয়া নিউজ : ভীষণ অবাধ্য ছেলে। মায়ের সঙ্গে গাড়িতে যাওয়ার সময় ঝগড়া করতে থাকে সে। গাড়ি থেকে লাফ দেবে বলে মাকে সে হুমকিও দেয়। ভীষণ রেগে যান মা। ছেলেকে গাড়ি থেকে বার করে দেন। মাঝ রাস্তায় ছেলেকে জোর করে নামিয়ে বকাঝকা করেন। চিনের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ডুইইনে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসছে। পরে ঝাং নামের ওই মহিলা ছেলের একটি ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করেছেন।
