আমুদরিয়া নিউজ : অবশেষে শাবকের মৃতদেহ ছেড়ে জঙ্গলে ফিরে গেল সদ্য সন্তান হারা মা হাতি। করুন এই দৃশ্য দেখল চা বাগান অঞ্চলের মানুষ। শনিবার বানারহাট চা বাগানের নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় এক হস্তী শাবকের। এরপর মৃত শাবকের দেহ আগলে ঠায় দাঁড়িয়ে থাকে মা হাতিটি।
এদিন সন্ধ্যার দিকে নিজের শুঁড়ে করে জঙ্গলের শাবকের দেহ নিয়ে যাবার চেষ্টা করে মা হাতিটি। কিছু দূর নিয়ে যায় বলে জানা গিয়েছে। সন্তান হারানোর শোকে বন দফতরের গাড়িতে হামলা চালায় ও মানুষের দিকে তেড়ে যায় ওই হাতি। অনেক্ষণ দাঁড়িয়ে থাকার পর মৃত শাবকের দেহ ছেড়ে মা হাতিটি রেতির জঙ্গলে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা হাতির দলে মিশে যায়।
রবিবার ভোর হতেই মৃত হস্তী শাবকের দেহ ঘিরে স্থানীয় গ্রামবাসীদের ভিড় জমে। বন দফতরের কর্মীরাও পৌঁছয় সেখানে।