আমুদরিয়া নিউজ : রবিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগান ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক। তিনি সুভাষিণী চা বাগান ময়দান পরিদর্শন করে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেইশ জানুয়ারি এই ময়দানে সভা করবেন। উল্লেখ্য মুখ্যমন্ত্রী তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন। একুশ তারিখ তিনি মালদহে সভা করে বিকালে হাসিমারায় পৌঁছে মালঙ্গি বন বাংলোতে রাতে থাকবেন। পরদিন বাইশ তারিখ তিনি আলিপুরদুয়ার আসবেন ও প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করবেন।
তেইশ তারিখ সুভাষিণী চা বাগান ময়দানে জনসভা করবেন। মঞ্চেই তিনি নেতাজীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন ও এই সভা থেকেই বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান সহ বেশ কিছু কাজের শিলান্যাস করবেন।মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। প্রকাশ চিক বরাইক জানান এদিন সুভাষিণী চা বাগান ময়দানে মুখ্যমন্ত্রীর সভাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখতেই তিনি পরিদর্শনে আসেন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম