আমুদরিয়া নিউজঃ কোচবিহারের তুফানগঞ্জে সঙ্গীতানুষ্ঠানে দর্শকদের মন জিতল বুলেট বি ওয়ান। তার সঙ্গীতে ও সুরের মূর্ছনায় ঘায়েল হল তুফানগঞ্জের সঙ্গীত প্রেমীরা। শীতের রাতে বুলেটের গানে উষ্ণতা ছড়ালো তুফানগঞ্জের এসএসএ ময়দানে। তুফানগঞ্জ মিউজিক লাভার্স-এর উদ্যোগে দুই দিন ব্যাপী মিউজিক্যাল কনটেস্ট ও কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। শনিবার রাতে মঞ্চ কাপাল জিটিভি সারেগামাপা খ্যাত বুলেট বি ওয়ান। এদিন তার অনুষ্ঠানে দর্শকরা আনন্দে মেতে ওঠে। তার কন্ঠে ব্যান্ডের গান সহ জনপ্রিয় বাংলা-হিন্দি গানে জমে ওঠে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা তনু সেন।
তিনি জানিয়েছেন, দুদিনের এই অনুষ্ঠানে তুফানগঞ্জের সঙ্গীত প্রিয় দর্শকদের আনন্দ পাবেন। বুলেটের অনুষ্ঠানে এদিন প্রচুর দর্শকদের ভিড় ছিল। এস এস এ- র মাঠ কানায় কানায় ভিড় ছিল।