আমুদরিয়া নিউজ : ভোট গণনা শুরু হয়েছে। জম্মু কাশ্মীরে গোড়ার দিকে কংগ্রেস ও এনসি জোট পিছিয়ে ছিল। বেলার দিকে অনেকটাই এগিয়েছে। বিজেপিও পাল্লা দিচ্ছে. চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
তবে মেহবুবা মুফতির দল কোণঠাসা। ৩টি আসনে এগিয়ে রয়েছে তারা। কাশ্মীরে ত্রিশঙ্কু হতে পারে বলেছিল বুথ ফেরৎ সমীক্ষা।