আমুদরিয়া নিউজ : প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি হওয়ার পর প্রথম দলীয় প্রার্থীর হয়ে প্রচার করতে কোচবিহারে এলেন শুভঙ্কর সরকার। সিতাই বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থীর হয়ে এদিন প্রচার করতে আসেন তিনি। প্রথমে তিনি মাথাভাঙ্গার পোষ্ট অফিস মোড়ে একটি পথ সভায় উপস্থিত হয়ে কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার পারেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বেকারত্ব ও দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে সরব হন। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপির সমলোচনা করেন। এই সব কারণে সাধারণ মানুষকে কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান। এদিন রাজ্য সভাপতিকে পুষ্প স্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান কংগ্রেস নেতা কর্মীরা। এদিন সভায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সরকার, রবিন রায়, পিয়া রায় চৌধুরী সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। সিতাই বিধানসভার অন্যান্য এলাকাতেও এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন কংগ্রেসের সভাপতি।