আমুদরিয়া নিউজ : ৬ তারিখ থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হয়েছে উত্তরবঙ্গ বইমেলা। এবারের বইমেলায় চণ্ডাল বুকস থেকে প্রকাশিত হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর লেখা বই।
৮ ডিসেম্বর ২০২৪, ঠিক সন্ধ্যা ৬টায় উত্তরবঙ্গ বইমেলার মঞ্চে উদ্বোধন হবে চণ্ডাল বুকস থেকে প্রকাশিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বই “উদয়ন গুহ ডট কম”।
বই প্রকাশের মঞ্চে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং অন্যান্য গুণীজন।
চণ্ডাল বুকস বইপ্রেমীদের আমন্ত্রণ জানায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ বইমেলায়। চণ্ডালের স্টলে আসুন। উত্তরবঙ্গ বইমেলার ৩১ নম্বর স্টলে। এছাড়াও শিলিগুড়ি চার্চ রোডের চণ্ডাল বুকসের বুক কাফেতেও সারাবছর নানারকম বই থাকছে। এছাড়াও চণ্ডালের যে কোন বই কিনতে পারবেন অনলাইন।
বই দেখুন, বই কিনুন, বই পড়ুন।