আমুদরিয়া নিউজ : ইনফ্লুয়েঞ্জার মতো জ্বর, খুশখুশে কাশির প্রকোপ ক্রমশ বাড়ছে চিন ও জাপানে। যা কি না হিউম্যান মেটা নিউমোভাইরাসের (এইচএমপিভি) কারণে হচ্ছে বলে সন্দেহ করছেন বিশেষজ্ঞরা। এটা ভীষণ ছোঁয়াচে বলে দুই দেশের বিশেষজ্ঞরা মনে করছেন। ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করতে শুরু করেছেন সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, ২০২৫ সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারির প্রকোপ দেখা দিতেও পারে। বিশেষ করে এইচএমভি ভাইরাসের প্রাদুর্ভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।
