আমুদরিয়া নিউজ : ভারতে ভোটার সংখ্যা ১০০ কোটি হওয়াটা এখন অল্প সময়ের অপেক্ষা। কারণ, ভারতের নির্বাচন কমিশন ২০২৫ সালের ১ জানুয়ারি অবধি যে সংখ্যক ভোটারের নাম তালিকায় নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে তা ৯৯ কোটির চেয়ে বেশি। অর্থাৎ ৯৯ কোটির একটু বেশি জন ভোটারের নাম নথিভুক্ত হয়েই গিয়েছে। ফলে, ১০০ কোটি ভোটার হতে খুব বেশিদিন লাগার কথা নয়। সে দিক থেকে দেখলে এটা একটা রেকর্ড হতে যাচ্ছে।
এই ৯৯ কোটির বেশি ভোটারের মধ্যে ৪৮ কোটি জনের বেশি হলেন মহিলা ভোটার। যেটা একটা রেকর্ড বটে! ৫০ শতাংশের বেশি অবশ্য পুরুষ ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা এখন ৪৮, ৮৭০ জন।