আমুদরিয়া নিউজ : বিদেশে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বিকিনি পরে হাঁটার ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে দিয়েও তা পরে ডিলিট করতে হল পাকিস্তানি মডেল অভিনেত্রী রোমা মিচেলকে। আগামীকাল, ২৫ অক্টোবর গ্র্যান্ড ফিনালে। তার আগে বিকিনি পরে প্রতিযোগীরা হেঁটেছেন। রোমাও প্রতিযোগী। তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। কিন্তু, সোশাল মিডিয়ায় বিকিনি পরে হাঁটার ছবি দেওয়ার পরে তিনি ট্রোলড হচ্ছেন।
বিশেষত, পাকিস্তানের নীতিপুলিশ হিসেবে পরিচিতজনদের কাছে। এর পরে তিনি ছবিটি ডিলিট করে দিয়েছেন। কিন্তু, ছবিটি নানা জনের মাধ্যমে এখন ভাইরাল। রোমা দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। তিনি সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় করেন। ফ্যাশন, মডেলিংয়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।