আমুদরিয়া নিউজ : ছেলে অনেকদিন আগেই মারা গিয়েছে। কিন্তু, সে তাঁর শুক্রাণু একটি গবেষণাগারে সংরক্ষণ করে গিয়েছে। মা-বাবা তা চাইছিলেন। পাচ্ছিলেন না। তাঁরা আদালতের দ্বারস্থ হন। অবশেষে সম্প্রতি দিল্লির আদালত মৃত যুবকের শুক্রাণু তার বাবা-মায়ের হাতে তুলে দিতে দিল্লির একটি হাসপাতালকে নির্দেশ দিয়েছে। মৃত সন্তানের শুক্রাণু ব্যবহার করে নাতি বা নাতনির জন্ম দেওয়াতে চান ওই দম্পতি। প্রায় চার বছর ধরে দিল্লির হাসপাতালটির সঙ্গে আইনি লড়াইয়ের পর জয় হয়েছে ওই দম্পতির। মৃত যুবকের মা হসবির কউর সংবাদ সংস্থাকে জানান, তাঁরা আদালতের রায়ে খুশি। ক্যান্সারে মৃত্যু হয় ছেলেটির। কেমোথেরাপির আগে তিনি শুক্রাণু সঞ্চয় করে রাখেন ডাক্তারের পরামর্শে।