আমুদরিয়া নিউজঃ বিজেপিতে ভাঙন অব্যাহত কোচবিহারে। নামজাদা এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ শতাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বৃহস্পতিবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তারা। এদিন কোচবিহার ১ নং ব্লকের গুড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির ব্লক নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিমল মহন্ত সহ ১১৭ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
তৃণমূলে যোগদান করে এদিন বিমল মহন্ত বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে উন্নয়নের কাজ করছেন তা দেখে উদবুদ্ধ হয়ে এই দলে আসলাম। এর পাশাপাশি এদিন তিনি অভিযোগের সুরে বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি হেরে গেল। তারপর বিজেপি কর্মীরা কেমন আছে, কোথায় আছে সেই সবের কোন খোঁজ নেয় না জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বিমল মহন্ত এই অঞ্চলের মানুষের কাছে পরিচিত মুখ। তিনি ভালো ও নির্লোভী। আগে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন। তাকে আমরা স্বাগত জানাই। ব্লক স্তরে ওকে ভালো পদ দেওয়ার বিষয়ে আলোচনা করে দেখব।