আমুদরিয়া নিউজ : এতদিন নানা জল্পনা ছিল। কেউ রটাতেন ৫০০ কোটি টাক! কেউ ৩০০ কোটি টাকা! আসলে একেকটি ভোটে পরামর্শ দিতে ভোটকুশলী পিকে মানে প্রশান্ত কিশোর চার্জ কত সেটা স্পষ্ট ছিল না। পিকে এখন নতুন দল গড়েছেন। তার নাম জনসূরজ পার্টি। বিহারের উপনির্বাচনে সেই দল ভাগ্য পরীক্ষায় নেমেছে। দলের প্রচার সভায় প্রশান্ত কিশোর বলেছেন, তিনি একেকটি ভোটে পরামর্শ দিতে অন্তত ১০০ কোটি টাকা চার্জ করতেন। এখনও অবদি ১৪টি রাজ্যে তাঁর সংস্থা আইপ্যাক কাজ করেছে। বেশির ভাগেই সফল হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলকে গত ২০২১ সালে পিকের সংস্থা পরামর্স দেয়। এখন পিকে সরাসরি না থাকলেও তাঁর সংস্থা আই প্যাক তৃণমূলের পরামর্শদাতা।