আমুদরিয়া নিউজ ডেস্ক : ঘটনাটি কিছুদিন আগের, নামিবিয়াবাসী খাদ্যকষ্টে ভুগছে তাই সেখানকার সরকার নির্দেশ দিয়েছিলো একশোরও বেশি বন্যপশু হত্যা করতে যাতে সেই পশুর মাংস দিয়ে খাদ্যের ব্যবস্থা করা যায়।
যখনই এই খবর তপোবন জৈন গোষ্ঠীর কাছে এলো অন্যান্য দেশের মতো তারাও এই অপরাধের প্রতিবাদ করলেন তবে শুধু প্রতিবাদেই সীমাবদ্ধ থাকলেন না তারা। তারা নামিবিয়াকে প্রতিশ্রুতি দিলেন খাদ্য এবং আনাজ পাঠানোর এবং শর্ত রাখলেন নামিবিয়া যেন জঙ্গলের কোনো পশুকে হত্যা না করে। নামিবিয়া শর্ততে রাজি হয়ে যায় এবং জৈন সম্প্রদায় থেকে ২৭০০ মেট্রিকটন আনাজ পাঠানো হয়।