সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম ৭ জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) পচাত্তর বছরে পা দিলো। এই পচাত্তর বছরের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হবে বছরভর আর এর সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হবে দু্হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের শেষ দিকে। মঙ্গলবার বিকালে বারোবিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে বছরভর অনুষ্ঠানসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার ও প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা। সভাপতি জানান ঊনিশশো একান্ন সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ও ধনাঢ্য ব্যক্তির উদ্যোগে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেনি নিয়ে এই বিদ্যালয়ের যাত্রা শুরু আর আজ দ্বাদশ শ্রেনি পর্যন্ত কলা, বিজ্ঞান ও বানিজ্য তিনটি বিভাগ নিয়ে এক বিশাল কলেবর পেয়েছে এই বিদ্যালয়। বিদ্যালয়ের পচাত্তর বছর বা প্লাটিনাম জয়ন্তী সারা বছর ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে একারণে এর নাম করন করা হয়েছে পচাত্তরের সফরনামা। সকলের উপস্থিতি ও সহযোগিতা এই অনুষ্ঠানকে সফল করে তুলবে এই আশায় আশাবাদী তিনি।
প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা জানান দুহাজার পচিশ এর পয়লা জানুয়ারি এই কেক কেটে, বিদ্যালয়কে আলোকমালায় সজ্জিত করে বিদ্যালয় প্রতিষ্ঠাতা, ও জমিদাতার নামে তিনটি ব্লক উদ্বোধন করে সুচনা হয় পচাত্তর এর সফরনামার। এরপর জানুয়ারির বারো তারিখ স্বামী বিবেকানন্দ এর জন্মদিনে থাকছে বর্নাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জুন মাসের পাক্বচ তারিখ বিশ্ব পরিবেশ দিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে পচাত্তরটি গাছ লাগানো হবে। সাক্ষরতা দিবসে চালানো হবে সাক্ষরতা কর্মসূচি। ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা শিবির, চক্ষু ?