আমুদরিয়া নিউজ : শীতের রাতে রাস্তার ধারে শুয়ে থাকতে দেখা গিয়েছিল একজন পুরুষ ও নারীকে। পুলিশ ভেবেছিল গরিব দম্পতি। তাই সাহায্য করতে পুলিশ এগিয়ে গিয়েছিল। কিন্তু, দুজনের নাম জানতেই পুলিশ চমকে ওঠে। পুলিশ জানিয়েছে, তারা হল কুখ্যাত সোনা চোর। তারা আদৌ বিয়ে করেননি। দীর্ঘদিন ধরেই পুলিশ তাদের খোঁজ করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার লক্ষ টাকা ও একাধিক সোনার মুদ্রা। উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। তাদের বিরুদ্ধে অভিযোগ, নকল সোনার বিস্কুট বন্ধক দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দিত। সোনার দোকানে ঢুকে সোনার বিস্কুট চুরি করত তারা।