আমুদরিয়া নিউজ: রাখি নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলা নিখোঁজ হন। পুলিশ তাঁকে পেয়েও ছেড়ে দেয় বলে অভিযোগ। তাই পুলিশ-প্রশাসনের নির্বিকার মনোভাবের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার। জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাখি রায়।
সূত্রের খবর অনুযায়ী, রাখি মানসিক ভারসাম্যহীন এবং তার নিখোঁজের রিপোর্টও লেখানো হয় থানায়। অবশেষে তার সন্ধান পায় আলিপুরদুয়ার পুলিশ। কিন্তু পাওয়ার পর তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় পরিবার লিগ্যাল রাইটস প্রটেকশন অর্গানাইসেশনের এবং হাইকোর্টের দ্বারস্থ হলেন পরিবারের সদস্যেরা।