আমুদরিয়া নিউজ ব্যুরো: পুলিশকর্তা আদালত ভবনে ঢুকে এক বিচারককে গুলি করে মেরেছেন। খুনের পরে রিভলবার সহ দুহাত মাথার উপরে তুলে বেরিয়ে আত্মসমর্পণ করেন। তাঁকে আদালতের নিরাপত্তারক্ষীরা গ্রেফতার করেছে। কেন এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কোনও মামলা নিয়ে মতবিরোধের জেরেই এই ঘটনা নাকি নিজেদের মধ্যে পুরানো কোনও শত্রুতা থেকে এমন ঘটেছে সেটাই এখন তদন্তের বিষয়।
আমেরিকার কেনটাকি অঙ্গরাজ্যে ঘটেছে। ঠিক জায়গাটি হল, লেচার কাউন্টির হুইটসবার্গ। ভার্জিনিয়া সীমান্তের কাছে হুইটসবার্গ। স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে, মিকি স্টেনিস হলেন ওই এলাকার শেরিফ অর্থাৎ পুলিশ কর্তা। যিনি খুন হয়েছেন তাঁর নাম কেভিন মুলিন্স। তিনি ওই আদালতে কর্মরত বিচারক। বৃহস্পতিবার বেলা আড়াইটে নাগাদ স্টিনেস আদালতের কর্মীদের জানান, বিচারক মুলিন্সের সঙ্গে একান্তে কথা বলতে চান। তিনি মুলিন্সের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে ঘর থেকে গুলির শব্দ পাওয়া যায়। নিরাপত্তা রক্ষীরা দরজার কাছে গেলে তখন স্টিনেস তাঁর হাত উঁচু করে আত্মসমর্পণ করেন।