আমুদরিয়া নিউস : যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেছে পুলিশ।মিরপুর মডেল থানার এসআই আব্দুল হামিদ মঙ্গলবার ২২ অক্টোবর এই রিমান্ড আবেদন জমা দিয়েছেন। সুমনকে হাজির করার পর ঢাকার মহানগর হাকিম আদালতে এ বিষয়ে শুনানি হবে।
আওয়ামী লীগের সরকার পতনের প্রায় আড়াই মাস পর সোমবার ২১ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে রাতে এক ফেইসবুকে পোস্টে তিনি লিখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। এ ঘটনায় তিনি ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর আসামি ব্যারিস্টার সুমন।