আমুদরিয়া নিউজ : অক্টোবর মাস থেকে এক টানা বাড়ছিল সোনার দাম। পুজোর মরশুমে মাথায় হাত পড়েছিল স্বর্ণব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। পুজোর আগে সোনার কেনার উৎসাহেও ভাটার সৃষ্টি করেছিল এই দামবৃদ্ধি।
দুদিন কিছুটা হলেও কমেছে সোনার তবে বাজারে গেলেই এই দামের সঙ্গে জিএসটি দিতে হবে আপনাকে।