আমুদরিয়া নিউজ : আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। ভোটের ফলাফল বলছে মোটামুটিভাবে আরও একবার আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, যাঁর ফৌজদারি অপরাধে সাজা হয়েছে। এবারের ভোটে ট্রাম্প ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে হারালেন। ২০১৬ সালে তিনি হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট হন।
এদিনই আমেরিকার ভাবী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে প্রিয় বন্ধু সম্বোধন করে লিখেছেন,
নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা। বিশ্বের দরবারে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব। বিশ্বশান্তি, স্থিতাবস্থা ও শ্রীবৃদ্ধি আনতে একসঙ্গে কাজ করব।
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হবেন। তাঁর বয়স ৭৮ বছর। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন।
ট্রাম্পের জয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চিনও।
রাশিয়ার এক সরকারি শীর্ষ কর্তা কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, প্রচুর বিরুদ্ধ প্রচার সত্ত্বেও ট্রাম্প জয় পেয়েছেন, যা প্রমাণ করে বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা এবং নজিরবিহীন মিথ্যাচারে মানুষ ক্লান্ত। দিমিত্রিয়েভ বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ এসেছে।
প্রসঙ্গত, ট্রাম্প নানা সময়ে বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। সেটা করতে পারেন কি না দেখার বিষয়।
এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতার নীতির উপরে ভিত্তি করে চিন ও মার্কিন সম্পর্ক সুদৃঢ় করার দিকে এগোতে হবে। তিনি দাবি, করেন আমেরিকার প্রতি চিনের নীতি সাযুজ্যপূর্ণ।