আমুদরিয়া নিউজ : শ্রীলংকার রাজনীতি এবং ক্ষমতার ইতিহাসে রাজাপক্ষ একটি নামকরা পরিবার। অনেক বছর এরা ক্ষমতাসীন থাকার পরে ২০২২ এ ক্ষমতাচূত হয়। আগামী ১৪ ই নভেম্বর শ্রীলংকার আসন্ন সংসদিয়ো নির্বাচনে রাজাপক্ষ ভাইয়েরা অংশগ্রহণ করছেন না। মনোনোয়ন জমা দেওয়ার তারিখ ছিল ১১ই অক্টোবর এবং এবার এই ভাইদের নাম জমা পড়েনি।
