সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ১০ জানুয়ারি: আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে গেলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক। শুক্রবার তিনি এই চা বাগানে গিয়ে চা শ্রমিকদের নিয়ে গেট মিটিং করেন। উল্লেখ্য বুধবার রাতে চা বাগানের ফ্যাক্টরি গেটে সাসপেনসন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে চা বাগান ছেড়ে চলে যান মালিকপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে এই নোটিশ ঝুলতে দেখে হতাশায় ভেঙ্গে পড়েন। হঠাৎ করে এভাবে চা বাগান বন্ধ ঘোষণা করে মালিক পক্ষের লোকজন বাগান ছেড়ে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন চা বাগানে কর্মরত তেরোশ শ্রমিক পরিবার।
খবর পেয়ে সাংসদ চা বাগানে যান, শ্রমিকদের নিয়ে একটি গেট মিটিং করেন। তিনি জানান মেচপাড়া চা বাগানের উদ্ভুত পরিস্থিতি নিয়ে চলতি মাসের তেরো তারিখ আলিপুরদুয়ারে সহকারী শ্রম কমিশনারের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। সহকারী শ্রম কমিশনারের ডাকা এই বৈঠকেই বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে বলে তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন।