আমুদরিয়া নিউজ ডেস্কঃ কঙ্গনা রানাওতের আসন্ন ছবি “এমার্জেন্সি” – এর মুক্তি আবারও পিছিয়ে গেলো। শিখ সংগঠনের বিরোধীতাই এই বিলম্বের কারণ বলে জানা গিয়েছে। সি.বি.এফ.সি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে মূলতুবি সংশাপত্রের উদ্ধৃতি দিয়ে সাংসদ – অভিনেত্রী কঙ্গনা রানাওত নিজেই এ কথা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে আরও বলেছেন ” ভারক্রান্ত মনে জানাচ্ছি আমার পরিচালিত ছবি “এমার্জেন্সি” মুক্তি স্থগিত রাখা হয়েছে। আমরা সেন্সর বোর্ডের সংসাপত্রের জন্য অপেক্ষা করছি। ছবিমুক্তির নতুন তারিখ খুব শীঘ্রই ঘোষিত হবে। আপনাদের ধৈর্য এবং বুঝতে পাড়ার জন্য ধন্যবাদ। “
