আমুদরিয়া নিউজ : একই নাম ও একই ভোটার এপিক নম্বর। কিন্তু একজন গঙ্গারামপুরের, আরেকজন গুজরাতের। ঘটনায় অভিযোগ জানিয়েছেন বালুরঘাটের ব্যক্তি তসলিম মিয়াঁ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই এক বক্তৃতায় পশ্চিমবঙ্গের ভোটার বুথে কারচুপির কথা তুলে ধরেন। এবার তাঁর অনুমানই সত্যি হল। এই কারচুপির আসল কারণ কি সেটাই সকলকে ভাবাচ্ছে।
