আমুদরিয়া নিউজ : যে টাকা চেয়ে বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি দিয়েছিল, সেই এবার মেসেজ পাঠিয়ে ক্ষমা চাইল। কদিন আগে সলমন খানের কাছে ৫ কোটি টাকা দাবি করা হয়েছিল এক হোয়াটসঅ্যাপ মেসেজে৷ মেসেজ প্রেক দাবি করেছিল, টাকা দিলে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাথে মিটমাট করে দেবে।
সেখান থেকে এবার মেসেজ দিয়ে জানানো হল, তিনি মিথ্যে হুমকি দেওয়ার জন্য ভাইজানের কাছে ক্ষমা চাইছেন। মুম্বই ট্রাফিক পুলিশ সোমবার একই নম্বর থেকে এমন একটি মেসেজ পেয়েছে। যে নম্বর থেকে কয়েকদিন আগে সলমন খানকে হুমকি পাঠানো হয়েছিল। পুলিশ জানিয়েছে, মেসেজের প্রেরক ভুলের জন্য ক্ষমা চেয়েছে।