আমুদরিয়া নিউজ: হেরা ফেরি, হালচাল, হাঙ্গামা, গরম মসালা’র মত বলিউডে একগুচ্ছ ক্লাসিক কমেডি উপহার দিয়েছেন প্রিয়দর্শন। অক্ষয় কুমারের সাথে জুটি বাঁধলে তো কথাই নেই। অভিনেতা-পরিচালক এই জুটির অন্যতম হিট কমেডি ‘ভাগাম ভাগ’।
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে ‘ভাগাম ভাগ ২’। ২০০৬ সালে মুক্তি পাওয়া দুর্দান্ত এই হাসির ছবিতে অক্ষয় কুমারের সাথেই ছিলেন গোবিন্দা, পরেশ রাওয়াল, রাজপাল যাদবের মত তাবড় তাবড় কমেডি কিং। সেই সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন অক্ষয় কুমার। পরপর ফ্লপের মুখ থেকে বাঁচতেই নাকি ২০ বছর পর আইকনিক কমেডির সিক্যুয়েল নিয়ে ফের আঁটঘাট বাঁধছেন তিনি। সিনেমার শুটিং শুরুর কথা ২০২৫-এর শেষের দিকে আর মুক্তি পাওয়ার কথা তার পরের বছর। এখনও পর্যন্ত শোনা যাচ্ছে প্রিয়দর্শনের হাতেই এর পরিচালনার ভার দেওয়া হতে পারে।