আমুদরিয়া নিউজ : ঘর ঝাড় দিচ্ছিলেন স্ত্রী। স্বামী বিছানায় বসেছিলেন। স্ত্রী বলে উঠলেন, ও বাবা! তোমার জুতোগুলো ভীষণ ভারী। হাত দিয়ে তোলাই যাচ্ছে না। স্বামী মুখ ঘুরিয়ে দেখলেন তার জুতোগুলো তুলতে গিয়ে স্ত্রী মুখ বেঁকিয়ে দিয়েছেন। স্বামী বললেন, কি সব যা তা বলছ? কই দেখি। এবার স্বামী এসে হাত দিয়ে জুতো তুলে দেখলেন। স্ত্রী তৎক্ষণাৎ বললেন, তোলা যায় তো ওগুলো ঘরের বাইরে রাখতে কি হয়েছিল ?
