আমুদরিয়া নিউজ : আজ, ৩০ অক্টোবর। বুধবার। ভূত চতুর্দশী। রাত পোহালেই কালীপুজো। এই দুদিন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। আবহাওয়া দফতর জানাচ্ছে, ভারী বর্ষণের আশঙ্কা নেই। তবে লাগাতার ঘ্যানঘেনে বৃষ্টি হলে কালীপুজো দেখায় বিঘ্ন ঘটতে পারে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার তো বটেই, দার্জিলিং, সিকিমের আকাশও অনেকটাই মেঘাচ্ছন্ন। দুয়েক পশলা বৃষ্টি হচ্ছে পাহাড়ি এলাকায়। মালদহ, দুই দিনাজপুরেও আংশিক মেঘলা আকাশ।
আবহাওয়া মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ১ নভেম্বর, শুক্রবার অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ির তাপমাত্রা সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।