আমুদরিয়া নিউজ : বুনো ওল বাঘা তেঁতুল। সামনে গোখরো সাপ! কুছ পরোয়া নেহি। সামনের ব্যক্তিটিও কম যান না। বুড়ো আঙ্গুল নাচিয়ে জলের বোতলে ভরে ফেললেন আস্ত গোখরো। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সাপ ধরার এই ভিডিওটি দেখে নেটিজেনদের লোম খাড়া হয়ে গিয়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে, গোখরোটি বারবার ফণা তুলছে। কিন্তু সাপ ধরতে সামনের ব্যক্তিও মরিয়া। চোখের পলক না ফেলতেই সাপ ধরে জলের বোতলে পুড়ে দিয়ে ঢাকনা আটকে দিলেন ব্যক্তি। ভিডিওটি পোস্ট হতেই নিমেষে ভাইরাল।
