আমুদরিয়া নিউজ : ইঁদুর ধরে মহম্মদ রফির আভি না যাও ছোড় কর গানটি গাইলেন দুই তরুণ। সম্প্রতি ভাইরাল হওয়া এমন একটি ভিডিওয় দেখা যাচ্ছে সামনে রাখা ইঁদুর ধরার কল। সেই কলেই বন্দি একটি জলজ্যান্ত ইঁদুর। তারই পাশে এক তরুণ বলছেন, এনাকে ধরা হয়েছে। এনাকে বিকেল বেলা ইচ্ছে না থাকলেও ছেড়ে দিতে হবে। তবে আমরা বিদায় সম্ভাষণ জানাবো। তাই একটি গান গাইবো এখন। এরপর তরুণ সেই গানটি গাইলেন। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, কে বলল ছেলেদের ফিলিংস নেই।
