আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ড নিয়ে ডাক্তারদের অনশনের জেরে ক্রমশ অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের। একাধিক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। কোনও একটা অঘটন ঘটলে কী হবে তা নিয়ে গোটা রাজ্যেই আলোচনা চলছে।
এই অবস্থায়, পরিস্থিতি সামাল দিতে সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য চিকিৎসক সংগঠনকে বার্তা পাঠল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ মেল করে সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছেন। সোমবার দুপুর ১২ টার সময় স্বাস্থ্যভবনে বৈঠক হতে পারে।