আমুদরিয়া নিউজ : আর জি কর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের দায়ে সিভিক ভলান্টিয়ারের আমৃত্যু কারাবাসের সাজা হলেও তাতে সন্তুষ্ট নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সোমবার তিনি তা স্পষ্ট করে বলেছেন। এবার সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে ওই রায় পুনর্বিবেচনা করে দোষীকে ফাঁসি দেওয়ার জন্য আপিল করা হয়েছে। গত ৯ অগস্ট আর জি কর মেডিকেলের একটি সেমিনার রুম থেকে ওই চিকিৎসকের অর্ধনগ্ন দেহ মেলে। তদন্তে নেমে গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে মামলাটি সিবিআইয়ের হাতে যায়।
শিয়ালদহ আদালতে সঞ্জয়ের সাজা হয়েছে। কিন্তু, রাজ্য ওই দোষীর আরও কঠোর শাস্তি চেয়ে হাইকোর্টে আপিল করেছে। কলকাতা হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে।