আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার রাতে বাংলাদেশের একটি এলাকায় ফের মিছিল করেছে ছাত্র লিগ। শেখ হাসিনার দল আওয়ামি লিগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে সে দেশের অন্তর্বর্তী সরকার। তবুও তারা মিছিল করেছে। উপরন্তু, সে দেশ জুড়ে ৬ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল আয়োজন করবে বলে ঘোষণা করেছে আওয়ামি লিগ। ১০ ফেব্রুয়ারিও ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে তারা।
শুধু তাই নয়, আওয়ামি লিগ ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে। ছাত্র আন্দোলনের জেরে গত বছর ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।