আমুদরিয়া নিউজ : স্কুলে পড়ুয়ারা বসে আছে। কিন্তু কেউ ক্লাসরুমে নেই। সব ক্লাসরুমের দরজা বন্ধ করে তারা করিডরের ধার দিয়ে সারিবদ্ধভাবে বসে আছে। সবদিক পুরোপুরি আটকে দিয়ে শুধু বাইরে বের হওয়ার মেইন গেটে যাওয়ার পথ খোলা রাখা হয়েছে। যে প্রাণীগুলির জন্য তাঁদের এই পদ্ধতি অবলম্বন করা, সেগুলি না বলে কয়েই তাদের স্কুলে ঢুকে পড়েছে। প্রাণীগুলির নিজেদের বোঝে মেইন গেট দিয়ে বেরিয়ে যাওয়া না পর্যন্ত পড়ুয়াদের এই ধর্ণাযাপন। আর কিছুই না। একটি হাঁস তার ছানাপোনা নিয়ে ঢুকে পড়েছে ওই স্কুলে। পড়ুয়ারা তড়িঘড়ি তাকে ভয় দেখিয়ে তাড়াতে চায়নি। তারা প্রাণীগুলির যাওয়ার রাস্তা খুলে রেখে বাকি সবদিক আগলে বসে রয়েছে। মাদি হাঁসটি তার ছানাগুলিকে নিয়ে এদিক ওদিক, এপাশ ওপাশ করে অবশেষে মেইন গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। পড়ুয়ারা টু শব্দও করেনি।
