আমুদরিয়া নিউজ : ইদানিং অচিরাচরিত মাংসের চাহিদা বেড়েছে। সেই ‘মাংস-রসিক’দের কথা মাথায় রেখে ‘পেকিং’ প্রজাতির হাঁসের মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন। প্রাণী সম্পদ দফতর জানিয়েছে, আগামী কয়েক মাসে ব্রয়লার মুরগির দামেই এই উন্নত প্রজাতির হাঁসের মাংসের স্বাদ নিতে পারবেন মালদা সহ গৌড়বঙ্গবাসী।