আমুদরিয়া নিউজ : ‘সব উপহার এত সস্তা কেন ? এগুলির কোনওটারই গুণমান ঠিক নয়।’ এমন মন্তব্য হবু শ্বশুরের প্রতি পাত্রের। শুনে রীতিমত ক্ষোভ পাত্রীর। কোনওরকম রেওয়াত করলেন না পাত্রী। সোজা বিয়ে ভেঙে দিলেন। জানা গিয়েছে, বিয়ের আগে নিজের মনমতো নানা উপহার দিয়ে হবু শ্বশুর পাত্রকে খুশি করার চেষ্টা করেন। কিন্তু পাত্র খুশি নন। উপহারের গুণমান নিয়ে সোজা পাত্রীকে গিয়ে নালিশ করেন পাত্র। উপহার নিয়ে পাত্রের কটুক্তি, এমন উপহার দেওয়ার থেকে না দিলেই হত। শুনে পাত্রী পাল্টা বলেন, বিয়েটাও ভেস্তে দিলাম। থাক তোমার গোঁয়ার মনোভাব নিয়ে।
