আমুদরিয়া নিউজ : মানুষখেকো সন্দেহে রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানের একটি বাঘকে পিটিয়ে, কুপিয়ে মারার অভিযোগ উঠেছে। রবিবার উদ্যানের লাগোয়া এলাকা থেকে বাঘটির দেহ মিলেছে। মুখটি থেঁতলে দেওয়া হয়েছে। কদিন আগে ওই এলাকার এক বাসিন্দাকে বাঘ তুলে নিয়ে গিয়েছিল বলে অভিয়োগ। তার পরেই বাসিন্দারা ক্ষোভে ফুঁসছিলেন।
এটা বাসিন্দাদের একাংশের কাজ কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।