আমুদরিয়া নিউজ : এবার দেশের রাজধানী দিল্লি ফের শিরোনামে। তা হল দেশের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে চিহ্নিত হয়েছে আজ, শুক্রবার। দিল্লিতে দূষণ সূচকের মাত্রা ৪২২ ধরা পড়েছে এদিন। যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।
সেন্ট্রাল পলিউশন বোর্জের দেওয়া তথ্য অনুসারে, দিল্লির পরে লখনউ, তার পরে পটনা। লখনওর দূষণ সূচকের মাত্রা ২৯৯, পটনার ২৬৫। কলকাতা খুব পিছিয়ে নেই. সেটার বাতাসে দূষণ সূচক ২২২।