আমুদরিয়া নিউজ : এবার তৃতীয লিঙ্গের খেলোয়াড়রা মিলে গোটা একটা ফুটবল টিম তৈরি করে দেশের আঞ্চলিক ফুটবল লিগে যোগ দিয়েছেন। স্পেনের একটি ফুটবল লিগে ওই তৃতীয় লিঙ্গের টিম অংশগ্রহণ করায় ইতিহাস তৈরি হয়েছে।
ইউরোপের ফুটবল ইতিহাসে এমন ঘটনা অতীতে নেই। ওই টিমের নাম দেওয়া হয়েছে ফিনিক্স এফ সি। রূপকথার ফিনিক্স পাখির মতো নতুন করে বারেবারে বেঁচে ওঠা, নতুন জীবনের খোঁজে অভিযান করার বিষয়টি টিমের নামকরণের মধ্যে এসেছে।
স্পেন হল সেই দেশ যারা তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছে। তবে ফিনিক্স টিমের ক্যাপ্টেন জানিয়েছেন, লুক ইবানেজ জানান, তাঁরা সম্পূর্ণ টিম তৃতীয় লিঙ্গের খেলোয়াড়দের নিয়ে গড়েছেন। তবে কাজটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন।