আমুদরিয়া নিউজ : ফুটপাথের সিসিটিভিতে ধরা পড়েছে এক প্রাণবন্ত দৃশ্য। এক পাগরিধারী সর্দার দাঁড়িয়েছিলেন। তাঁর সামনে দিয়ে একটি খুদে সাইকেল চালিয়ে চলে গেল এক নাবালক। ভিডিওয় পাঁচ মিনিট পরের দৃশ্য, এবারও সাইকেল নিয়ে মত্ত একজন। কিন্তু ওই নাবালকের বদলে এবার সেই খুদে সাইকেলের চালক ওই সর্দার। তিনি সাইকেলটি নিয়ে বেশ উপভোগ করলেন। এদিক ওদিক ঘুরলেন। নাবালক তার বাহনটিকে সেই লম্বা চওড়া পাগড়িধারীকে দিয়ে এক পলকে দেখছিল। ভদ্রলোক কিন্তু বেশ অনেকক্ষণই চালালেন খুদে সাইকেলটি। ভাইরাল হওয়া এই দৃশ্য দেখে দুটি লাইন বলাই যায়,
I wish I were a child again,
To feel the world as pure and plain.

খুদে সাইকেল চালালেন পাগড়িধারী
Leave a Comment